aimatropawakhabor
সকাল
শরীয়তপুর, মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০ইং
aimatropawakhabor
শরীয়তপুর, মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০ইং
ব্রেকিং নিউজ
শিরোনাম

২০২০ শিক্ষাবর্ষের শিক্ষা'প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে

০৪-ডিসেম্বর-২০১৯, দুপুর ১:১০     ১৬০

itpoka

নিজস্ব প্রতিবেদক- 

সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২০ সালের  শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি  অনুমোদন করেছেন শিক্ষা  মন্ত্রণালয়।  প্রধান শিক্ষকের সংরক্ষিত  তিনদিনের  ছুটিসহ  বিভিন্ন দিবস উপলক্ষে  মোট  ৮৫ দিন ছুটি  থাকছে  আ'গামী নতুন বছরে। কখন পরীক্ষা  নিতে হবে  ও  ফল প্রকাশ করতে হবে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে উক্ত সূচিতে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মোকসেদ আলী স্বাক্ষরিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশিত হয়েছে। তালিকাটি মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।

 

শিক্ষাপঞ্জি দেখা গেছে, বড়  ছুটি হিসেবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২৫ এপ্রিল থেকে ৩০ মে ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ যাপনে ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ছুটি রয়েছে। এছাড়া বড় ছুটি হিসেবে শীতকালীন অবকাশ যাপনে ১৫ থেকে ২৯ ডিসেম্বর ছুটি অ'নুমোদন করা হয়েছে।

 

শিক্ষাপঞ্জিতে দেখা গেছে, ২০২০ সালের  ১৩ জুন থেকে ২৫ জুন  পর্যন্ত  স্কুল'গুলোতে অর্ধবাষিকী  পরীক্ষা  অনুষ্ঠিত  হবে।  ১১  জুলাই অর্ধবার্ষিকী  পরীক্ষার  ফল  প্রকাশ  করতে  বলা হয়েছে। আর ৩ থেকে ১৭ অক্টোবর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫  নভেম্বর সব টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে।

 

অন্যদিকে ২০২০ সালের ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত স্কুল'গুলোর বার্ষিক  পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর বার্ষিক  পরীক্ষা'র ফল  প্রকাশ  করা হবে।


সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত